বাঁশখালীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, আটক ১
বাঁশখালীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এক কিশোরকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তাকে আটক করা হয়েছে।
আটককৃত আদিব (২৩) উপজেলার পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমছড়া চানপুর গাজী বাড়ি এলাকার আবুল কাশেমের পুত্র।
এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে ২০২৫ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রের বিভিন্ন নমুনা পাওয়া যায়।
এনএসআই সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার শুরুতে বাঁশখালীতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। শিক্ষার্থীরা ফাঁস হওয়া প্রশ্ন কেনার জন্য বিপুল পরিমাণ টাকা ব্যয় করছে এমন সংবাদে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) একটি দল বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে। এক পর্যায়ে এনএসআই আদিব নামে ওই চক্রের এক সদস্যের সন্ধান পায়।
খবরটি পেয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলমের নেতৃত্বে ও বাঁশখালী পুলিশ যৌথ অভিযান চালিয়ে আদিবকে আটক করে।