বাংলাদেশে বিনিয়োগ: সুযোগ দেখলেও দ্বিধায় বিদেশিরা
চলতি এপ্রিল মাসে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশ নেয় ৪০টি দেশের প্রায় ৪৫০ জন বিনিয়োগকারী। আয়োজক ছিল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। সম্মেলনে বিনিয়োগের প্রতিশ্রুতি মিললেও, বিদেশি বিনিয়োগকারীরা নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেছেন—এর মধ্যে রয়েছে নীতি ধারাবাহিকতার অভাব, রাজনৈতিক অনিশ্চয়তা, দুর্নীতি ও জ্বালানি সংকট।
বিডা জানিয়েছে, এবার প্রতিশ্রুতিগুলোর ‘ট্র্যাকিং’ করা হবে এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হবে। চীনের হান্ডা ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে—এমন একটি সমঝোতা ইতোমধ্যেই সই হয়েছে।
জার্মান প্রতিনিধি দল বাংলাদেশের বাজারকে সম্ভাবনাময় মনে করলেও, রাজনৈতিক অনিশ্চয়তা এবং আমলাতান্ত্রিক জটিলতায় কিছুটা দ্বিধায় রয়েছে। তারা মনে করেন, ‘মেড ইন জার্মানি’ পণ্যের জন্য বাংলাদেশে চাহিদা বাড়ছে, কিন্তু বিনিয়োগ আকর্ষণে আরও নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ প্রয়োজন।
বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগ বাড়াতে হলে বিদ্যুৎ, গ্যাস, অবকাঠামোসহ নানাবিধ চ্যালেঞ্জ দূর করতে হবে। পাশাপাশি দেশে বিনিয়োগ নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিতিশীলতাও নিশ্চিত করতে হবে।
সানেম-এর ড. সেলিম রায়হান মনে করেন, শুধু প্রতিশ্রুতিতে নয়, বাস্তবায়নের দিকেও নজর দিতে হবে। অতীতেও বহু প্রতিশ্রুতি বাস্তবে রূপ পায়নি, কারণ বিনিয়োগকারীদের তিক্ত অভিজ্ঞতা ছিল।