মার্চ ফর গাজা’: ঢাকায় গণজমায়েতে ফিলিস্তিনের পাশে থাকার বার্তা
ঢাকা | ১২ এপ্রিল ২০২৫
গাজায় ইসরায়েলের ‘গণহত্যার’ প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে হাজারো মানুষ অংশ নেয়। ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ আয়োজিত এ কর্মসূচিতে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের আহ্বান জানানো হয়।
সমাবেশ থেকে পাঠ করা ঘোষণাপত্রে জাতিসংঘ, মুসলিম বিশ্ব ও বাংলাদেশ সরকারের প্রতি কার্যকর পদক্ষেপের দাবি জানানো হয়। পাশাপাশি ইসরায়েলি পণ্য বর্জন, রাষ্ট্রীয় পর্যায়ে ফিলিস্তিনিদের সহায়তা এবং পাঠ্যবইয়ে মুসলিম ইতিহাস অন্তর্ভুক্তির আহ্বান জানানো হয়।
বিভিন্ন জেলা থেকে আগত অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের পতাকা ও প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে কর্মসূচিতে অংশ নেন। এসময় ইসলামি দল ও সংগঠনের নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, গাজায় চলমান দমন-পীড়নের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে জবাব দিতে হবে।