পরীক্ষায় বসার সুযোগ পেল উখিয়ার সেই ১৩ পরীক্ষার্থী
কক্সবাজারের উখিয়ায় উপজেলার হলদিয়াপালং আদর্শ বিদ্যাপীঠের ১৩ পরীক্ষার্থী অবশেষে পরীক্ষা দেয়ার সুযোগ পেয়েছে। মন্ত্রনালয়ের বিশেষ ব্যবস্থায় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এই ১৩ পরীক্ষার্থীর ফরম পূরণ করেছে। এতে দ্বিতীয় পরীক্ষা থেকে পরীক্ষায় বসতে পারবে তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ উল্লাহ।

বিষয়টি নিয়ে খুশি পরীক্ষার্থীদের অভিভাবকরাও। তবে শিক্ষার্থীদের সাথে ঘটে যাওয়া প্রতারণার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
বিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতায় প্রবেশপত্র না পাওয়ায় গত ১০ এপ্রিল শুরু হওয়া ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বসতে পারেনি এই ১৩জন পরীক্ষার্থী। এতে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ প্রদর্শন, সড়ক অবরোধ এবং বিদ্যালয়ে ভাঙচুর করেছে ভুক্তভোগী পরীক্ষার্থী ও তাদের অভিভাবক–স্বজনরা। এই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুসকে আটক করা হয়েছে।