জিপিএইচ ইস্পাত কারখানায় শ্রমিক নিহতের ঘটনায় স্কপের গভীর উদ্বেগ, ১৯ এপ্রিল মানববন্ধনের ঘোষণা
চট্টগ্রাম, ১৭ এপ্রিল ২০২৫:
চট্টগ্রামের জিপিএইচ ইস্পাত কারখানায় লিফটের তার ছিঁড়ে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় দুইজন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। গত ১৩ এপ্রিল সংঘটিত এই দুর্ঘটনার প্রেক্ষিতে আজ (১৭ এপ্রিল) বিকাল ৪টায় এক জরুরি সভার আয়োজন করা হয়।
স্কপ-এর যুগ্ম আহ্বায়ক নুরুল আবসারের সভাপতিত্বে এবং জাহিদ উদ্দিন শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ.ম. জামাল উদ্দিন, টিইউসি চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেস-এর রিজওয়ানুর রহমান খান, টিইউসি কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু, ট্রেড ইউনিয়ন সংঘ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মো. ইমরানুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের মো. সোহাগ, এবং জাহাজভাঙা শ্রমিক নেতা মো. আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জিপিএইচ ইস্পাত কারখানায় এর আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে, তবে প্রতিবারই কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হয়নি। এ কারণেই সেখানে বারবার শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটছে। তারা জোর দাবি জানান, নিহত শ্রমিকদের পরিবারকে বাংলাদেশ শ্রম আইন ও আইএলও কনভেনশন ১২১ অনুযায়ী আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদান করতে হবে।
সভায় আরও বলা হয়, জিপিএইচ ইস্পাতের উৎপাদন কার্যক্রম বন্ধ রেখে একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে একটি কারেক্টিভ অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে। একই সঙ্গে দেশের সকল স্টিল ও রিরোলিং মিলসমূহে আন্তর্জাতিক মানের সেফটি প্রটোকল বাস্তবায়নের দাবিও জানানো হয়।
সভা শেষে আগামী ১৯ এপ্রিল ‘২৫ সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এ কর্মসূচির মাধ্যমে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানানো হবে এবং স্টিল ও রিরোলিং মিলের শ্রমিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হবে।