শীর্ষ খবর:
চলমান সংবাদ

ইপিজেড-এর এলসিভি গার্মেন্টসে শ্রমিক উতপল তঞ্চইঙ্গার মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানালেন শ্রমিক নেতৃবৃন্দ

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি  ও বাংলাদেশ শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের অন্তর্ভুক্ত বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ—বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক মোঃ মিজান, কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সেলিম ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ পারভেজ, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মহিন উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন—এক যৌথ বিবৃতিতে চট্টগ্রাম ইপিজেডে অবস্থিত এলসিভি গার্মেন্টস-এর ফিনিশিং সেকশনের শ্রমিক উতপল তঞ্চইঙ্গার মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক, তীব্র ক্ষোভ এবং নিন্দা প্রকাশ করেছেন।

বিবৃতিতে শ্রমিক নেতৃবৃন্দ জানান, গতকাল ২৮ এপ্রিল উৎপল তঞ্চইঙ্গা শারীরিক অসুস্থতার কারণে ছুটির আবেদন করেছিলেন, কিন্তু কর্তৃপক্ষ তা মঞ্জুর করেনি। পরদিনও অসুস্থ অবস্থায় কর্মস্থলে যোগ দিলে তিনি পুনরায় ছুটি চাইলে আবারও তা অগ্রাহ্য করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরে কর্তৃপক্ষের টনক নড়ে এবং তাকে তড়িঘড়ি করে বেপজা হাসপাতালে নেওয়া হয়, তবে পথেই তিনি মৃত্যুবরণ করেন।

নেতৃবৃন্দ বলেন, এই মর্মান্তিক ঘটনা আমাদের দেশের কলকারখানায় প্রচলিত অমানবিক, নিষ্ঠুর এবং দায়িত্বজ্ঞানহীন ব্যবস্থাপনার জ্বলন্ত প্রমাণ। তারা দোষী ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং নিহত উতপল তঞ্চইঙ্গার পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান।