চলমান সংবাদ

‘দেশের গান জাগরণের গান’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘দেশের গান, জাগরণের গান’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান বুধবার (৩০ মার্চ) সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শিল্পী, সংগঠক ও পরিবেশ কর্মী শাহরিয়ার খালেদ সংকলন ও সম্পাদনায় ‘দেশের গান জাগরণের গান’ বইটির প্রকাশনা অনুষ্ঠানের অতিথি ছিলেন অধ্যাপক ও প্রাবন্ধিক ড. আনোয়ার আলম, চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন, কবি ও সংগঠক ইউসুফ মুহম্মদ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন লেখক ও নাট্যব্যক্তিত্ব অভীক ওসমান। ড.আনোয়ারা আলম বলেন, মুক্তিযুদ্ধের সময় সাধারণ মানুষ এবং মুক্তিযোদ্ধাদের প্রেরণা দিয়েছিলো এই দেশাত্মবোধক গান। দেশের গান জাগরণের গান বইটি নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগাবে বলে আশা করেন তিনি। শাহরিয়ার খালেদ বলেন, আমরা প্রায়ই দেশাত্মবোধক গানের বইয়ে দেখতে পাই কোনটাতে গীতিকারের নাম নেই বা কোনটাতে সুরকারের নাম নেই। একটি গানের ¯্রষ্টা গীতিকার, গানের মধ্যে প্রাণ সঞ্চার করেন সুরকার আর জনসাধারণের সম্মুখে গানটি প্রকাশ বা গানটি পরিবেশন করে শিল্পী। সুতরাং একটি গানের পেছনে গীতিকার, সুরকার ও শিল্পীর ভূমিকা অপরিসীম। সেই তাগিদ থেকে দেশের গান জাগরণের গানের সংকলনের বইটি প্রকাশ করা। গানের মূল গীতিকার, সুরকার এবং শিল্পীর কথা লিখতে গিয়ে বিভিন্নজনের সাহায্য সহযোগিতা নিয়েছি। সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, বিভিন্ন প্রগতিশীল আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনকারী শিল্পী শাহরিয়ার খালেদ সংকলিত এই দেশাত্মবোধক গানের বইয়ের সংকলনের কাজটি সময়োপযোগী একটি সিদ্ধান্ত। বইটি ইংরেজিতে অনুবাদ করার জন্য অনুরোধ করেন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভাপতির বক্তব্যে অভীক ওসমান বলেন, বর্তমান সময়ে তরুণেরা যখন বিপদগামী, হিন্দী গান আর পাশ্চাত্য সংস্কৃতি নিয়ে মেতে থাকে ঠিক তখনই দেশের গান জাগরণের গান বইটি সংকলনের মাধ্যমে। এই কাজটি সত্যিই অসাধারণ। আমাদের ইতিহাস, গৌরবের, অহংকারের কথা নতুন প্রজন্মকে জানাতে হবে। নতুন প্রজন্মকে দেশাত্মবোধের চেতনায় উজ্জীবিত করতে হবে। আলোচনা ও প্রকাশনা অনুষ্ঠানের শেষে একক সংগীত পরিবেশনায় ছিলেন সংগীত শিল্পী আবদুর রহিম, লাকী দাশ, সুতপা চৌধুরী। দলীয় সংগীত পরিবেশনা করে সৃজামি সাংস্কৃতিক অঙ্গন। অনুষ্ঠানটির উপস্থাপনা করেন জামিলা রহমান এবং মোহাম্মদ সাহিদুর রহমান। অনুষ্ঠানটির আয়োজনে ছিলো প্রকাশনা প্রতিষ্ঠান খড়িমাটি ও অনিকেত খেলাঘর আসর। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিল জিপিএইচ ইস্পাত লিমিটেড।
# ৩১.০৩.২০২২ চট্টগ্রাম #