চলমান সংবাদ

চবির ভর্তি আবেদনের সময় বাড়লো ৫ দিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে  স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদনের সময়সীমা ৫ দিন বাড়ানো হয়েছে। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী রাতেই আবেদনের শেষ সময় ছিল। কিন্তু বন্যা কবলিত এলাকায় বসবাসরত শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে ৮ জুলাই পর্যন্ত সময় বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার (৩ জুলাই) ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ¯œাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ৫ম সভার ১নং সিদ্ধান্তক্রমে বন্যা কবলিত এলাকায় বসবাসরত শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয় বিবেচনা করে ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন ৮ জুলাই রাত ১১:৫৯ টা পর্যন্ত করা যাবে এবং ১৫ জুলাই রাত ১১:৫৯ টা পর্যন্ত ইউনিট/উপ-ইউনিট প্রতি নির্ধারিত আবেদন ফি জমা দেয়া যাবে। আবেদনের অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।
## ৩.৭.২০২২ চট্টগ্রাম ##