চলমান সংবাদ

শীর্ষ ইয়াবা কারবারি শওকত রিমান্ডে

 চট্টগ্রামের শীর্ষ ইয়াবা কারবারি হিসেবে পরিচিত শওকত আলমকে(৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। চার বছর আগে সাড়ে ১৩ লাখ ইয়াবার একটি চালান আটকের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার শওকতকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চাইলে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার (২ জুলাই) গভীর রাতে নগরীর পাঁচলাইশ থানার শুলকবহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআই জানায়, ২০১৮ সালের ৩ মে রাতে চট্টগ্রাম নগরীর হালিশহর থানার শান্তিবাগ শ্যামলী আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে সাড়ে ১৩ লাখ ইয়াবা উদ্ধার করে নগর গোয়েন্দা পুলিশ। এসময় গ্রেপ্তার করা হয় মো. আশরাফ (৪৮) ও তার ভাই মো. হাসানকে (২৪)। এ ঘটনায় হালিশহর থানায় দায়ের হওয়া মামলায় ১২ জন আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। নগর গোয়েন্দা পুলিশ আশরাফ ও হাসানের পর রাশেদ মুন্না নামে আরও একজনকে এ ঘটনায় গ্রেপ্তার করেছিল। আশরাফ ও রাশেদ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে ইয়াবার চালানের সঙ্গে শওকতসহ চারজন জড়িত থাকার কথা জানিয়েছিল। তাদের জবানবন্দিতে শওকতের নাম এসেছিল ইয়াবার অর্থ যোগানদাতা হিসেবে। কিন্তু পুলিশ তদন্তে শওকতসহ চারজনের নাম-ঠিকানা না পাওয়ায় অভিযোগপত্রে তাদের আসামি করা হয়নি। আদালত স্বপ্রণোদিত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা দিয়ে মামলাটি অধিকতর তদন্তের জন্য গত ১৭ এপ্রিল পিবিআইকে নির্দেশ দেন। তদন্তে নেমে পিবিআই প্রথমে শওকতকে শনাক্ত করে এবং ঠিকানা সংগ্রহ করে তাকে গ্রেপ্তার করে। শওকত আলম নগরীর শুলকবহর এলাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাটে তিনি পরিবার নিয়ে থাকতেন। পিবিআই চট্টগ্রাম মহানগরের পুলিশ সুপার নাইমা সুলতানা জানান, শওকত একজন শীর্ষ ইয়াবা কারবারি। ১৩ লাখ ইয়াবার চালানটি মূলত মিয়ানমার থেকে এনেছিল আশরাফ ও তার ভাই হাসান। শওকতের দায়িত্ব ছিল চট্টগ্রাম নগরীতে সেটা মজুদ রেখে সেগুলো বিভিন্নভাবে পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া। মিয়ানমার থেকে কক্সবাজারে আনা, সেখান থেকে চট্টগ্রামে পৌঁছানো এবং চট্টগ্রাম থেকে বিতরণ- পুরো কাজই একটি শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হতো। আর এই নেটওয়ার্কের সদস্যদের মধ্যে একজন শওকত। চার বছর ধরে সে নিজেকে আড়ালে রেখে স্বাভাবিকভাবে জীবনযাপন করেছে। আমরা তাকে শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। রোববার শওকতে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চাইলে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। # ০৩.০৭.২০২২ চট্টগ্রাম #