চট্টগ্রামে হোটেল ম্যানেজারকে জিম্মি করে চাঁদা আদায়, গ্রেপ্তার ২
চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকা থেকে মো. মাহবুব আলম (৩৫) নামে এক হোটেল ম্যানেজারকে বাসায় ডেকে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগে ২ যুবককে গ্রেপ্তার করে র্যাব। সোমবার (৪ জুলাই) নগরের পাহাড়তলীর দক্ষিণ কাট্টলি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে মুক্তিপণ আদায়কারী নগদ ২ লাখ ৩৬ হাজার টাকা উদ্ধার করে র্যাব। মঙ্গলবার (৫ জুলাই) র্যাবের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তাররা হলেন— পাহাড়তলীর ১১ নম্বর দক্ষিণ কাট্টলি এলাকার পিতা-মো. ওমর ফারুখের ছেলে মো. রাব্বি চৌধুরী প্রকাশ শাওন (২৭) এবং মৃত তসলিম চৌধুরীর ছেলে মো. কায়সার চৌধুরী (২৬)। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ২ বছর আগে ভিকটিম মো. মাহবুব আলমেও মানিক নামে একজনের বোন রিংকুর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জেরে সোমবার (৪ জুলাই) দুপুর আনুমানিক ১২ টায় রিংকুর ভাইয়ের ভাড়া বাসায় বেড়াতে যায়। দুপুর আনুমানিক সাড়ে ১২ টায় রাব্বি চৌধুরী প্রকাশ শাওন, মো. কায়সার চৌধুরী ও আবদুল এবং আরও কতিপয় দুষ্কৃতিকারী রিংকুর ভাইয়ের ভাড়া বাসায় প্রবেশ করে পূর্ব পরিকল্পিতভাবে মাহবুবকে হেনস্থা এবং বিভিন্ন ধরণের কুৎসিত কথাবার্তা বলতে থাকে। পরে তারা মাহবুবকে জিম্মি করে তার কাছে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করে। র্যাব আরও জানায়, ভিকটিম মাহবুব নিরুপায় হয়ে তার ভাই আলম এবং বন্ধু মো. আশরাফুজ্জামান শাওনকে মোবাইলে কল করে কান্নাকাটি করে নগদ পাঁচ লাখ টাকা দিতে বলে। এসময় তারা বিকাশে ৩০ হাজার ৬০০ টাকা পাঠায়। কিন্তু পুনরায় অপহরণকারীরা মাহবুবকে মারধর ও চাপ প্রয়োগ করলে মাহবুব তার বড় ভাই ও বন্ধুর সাথে যোগাযোগ করলে তারা জানায় তারা পাঁচ লাখ টাকা যোগাড় করতে পারছে না তবে আপাতত দুই লাখ টাকা যোগাড় করতে পেরেছে। এসময় ভিকটিমের বড় ভাই ও বন্ধু আসামিদের কথা র্যাবকে জানালে র্যাবের কথামত ভিকটিমের বড় ভাই আলম ও বন্ধু আশরাফুজ্জামান শাওন পাহাড়তলীর দক্ষিণ কাট্টলি এলাকায় অপহরণকারীদের বর্ণিত বাসায় যায়। পরে সেখানে আসামিদের ব্যাগে করে নগদ ২ লাখ টাকা দিলে র্যাব হাতেনাতে ঘটনাস্থল হতে চাঁদা আদায়ের টাকাসহ আসামি মো. রাব্বি চৌধুরী প্রকাশ শাওন ও মো. কায়সার চৌধুরীকে আটক করে। এছাড়া তাদের কাছে বিকাশে পাঠানো আগের ৩৬ হাজার টাকা উদ্ধার করা হয়। আসামিদের থানায় পাঠানো হয়েছে বলে জানায় র্যাব। # ০৫.০৭.২০২২ চট্টগ্রাম #