ক’দিন পরেই ঈদ, বেতন-বোনাস দেয়নি চট্টগ্রামের ৮৬১ কারখানা
ঈদের ছুটির বাকি আর দুদিন। ছুটির সময় ঘনিয়ে এলেও এখনো বোনাস পায়নি চট্টগ্রামের ৮৬১ কারখানার শ্রমিকরা। যদিও সরকারের বেধে দেওয়া সময়সীমার মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন কারখানা মালিকরা। এনিয়ে আজ মঙ্গলবার তাদের সঙ্গে জরুরি সভাও করেছে শিল্প পুলিশ। কারখানা মালিকরা বলছেন, রোজার ঈদেও অন্যান্য সব অঞ্চলের আগে চট্টগ্রামের ব্যবসায়ীরা শ্রমিকদের বেতন পরিশোধ করেছেন। এবারো তার ব্যতিক্রম হবেনা। আগামী ৭ জুলাইয়ের মধ্যেই শ্রমিকরা বেতন-বোনাস পেয়ে যাবে। শিল্প পুলিশের তথ্যমতে, চট্টগ্রামে ছোট-বড় মিলিয়ে ১ হাজার ৪৭০টি শিল্প কারখানা রয়েছে। এর মধ্যে ঈদ উপলক্ষে ৬০৯টি কারখানা তাদের শ্রমিকদের বোনাস পরিশোধ করেছে। এই ৬০৯ কারখানার মধ্যে বেতনসহ বোনাস পেয়েছে ২৬৫ প্রতিষ্ঠানের শ্রমিকরা। বাকি প্রতিষ্ঠান শুধুমাত্র বোনাস পরিশোধ করেছে। যদিও কারখানা মালিকরা শ্রমিকদের বেতনসহ বোনাস দিতে আগ্রহী হলেও অধিকাংশ শ্রমিকরা জুন মাসের বেতন নিতে নারাজ। পাশাপাশি এখন পর্যন্ত চট্টগ্রামের ৮৬১ কারখানা বোনাস পরিশোধ করেনি। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেন, আমাদের শ্রমিকরা যেন আনন্দের সাথে ঈদ উৎসব উদযাপন করতে পারে সে লক্ষ্যে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। সরকারি নির্দেশনা মোতাবেক আগামী ৭ জুলাইয়ের মধ্যে সব ধরনের বেতন-ভাতা পরিশোধের জন্য আমাদের তালিকাভুক্ত সব কারখানাকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা বলতে পারি সব কারখানা ধারাবাহিকভাবে বেতন-বোনাস পরিশোধ করে দেবে। চট্টগ্রাম শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (ইন্টেলিজেন্স এন্ড মিডিয়া) সেলিম নেওয়াজ বলেন, আজ আমরা কারখানা মালিক সমিতির সংগঠন যেমন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএর সাথে বৈঠক করেছি। বেতন-বোনাস পরিশোধে যেন কোন ধরনের সমস্যা না হয় আমরা সে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। এখন পর্যন্ত শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ এ ধরনের কোন সমস্যা তৈরি হয়নি। সবদিক থেকে চট্টগ্রামের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আশা রাখছি কোন ধরনের সমস্যা আর হবেনা। পাশাপাশি যেসব কারখানা এখনো বেতন-ভাতা পরিশোধ করেনি তারা আগামী ৭ জুলাইয়ের মধ্যে পরিশোধ করবেনে বলে আশ্বস্ত করেছেন। # ০৫.০৭.২০২২ চট্টগ্রাম #