সারাদেশে ৯৯ লাখ ৫০ হাজার পশু কোরবানি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি গবাদিপশু কোরবানি করা করা হয়েছে। সোমবার (১১ জুলাই) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এবার ঈদে চাহিদার বিপরীতে এক কোটি ২১ লাখের বেশি পশু প্রস্তুত ছিল। কোরবানির জন্য বাংলাদেশে যে পরিমাণ পশু প্রস্তুত করা হয় তার মধ্যে গরুর সংখ্যা ৪৪ লাখ ৩৭ হাজারের বেশি। এই সংখ্যা কোরবানির জন্য গরুর সম্ভাব্য চাহিদার তুলনায় পাঁচ লাখ বেশি মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসবের একটি ঈদুল আজহা। সারাবিশ্বের মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি ও করুণা লাভের জন্য হজরত ইব্রাহিমের (আ.) পুত্রকে কোরবানির প্রতীকী ত্যাগের ঐতিহ্য অনুসরণে ১০ জিলহজ পশু কোরবানি দিয়ে থাকেন।
দেশে রোববার (১০ জুলাই) পালিত হয় পবিত্র ঈদুল আজহা। তবে সোমবার (১১ জুলাই) ঈদুল আজহার দ্বিতীয় দিনও চলছে পশু কোরবানি। সকালে রাজধানীর বিভিন্ন এলাকার পাড়া-মহল্লা ও প্রধান সড়কে পশু কোরবানি দিতে দেখা গেছে। ঈদের দিনের মতোই উৎসবমুখর পরিবেশে পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
# ১১/০৭/২০২২, ঢাকা #