মহিউদ্দিন রনির ছয় দফা দাবির সঙ্গে সংহতি জামালপুরের ৪ শিক্ষার্থির
রেলওয়ের অব্যবস্থাপনা দূরীকরণে ছয় দফা দাবিতে ঢাকার কমলাপুর রেলস্টেশনে ৭ জুলাই থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মহিউদ্দিন রনি। তাঁর সঙ্গে সংহতি জানিয়ে চার শিক্ষার্থী আজ জামালপুর রেলওয়ে স্টেশনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন। তাঁরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপরাধ তত্ত্ব ও পুলিশ বিজ্ঞানের (ক্রিমিনোলজি ও পুলিশ সায়েন্স) তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান, ইসলামপুর সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হৃদয় বোস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. সীমান্ত ও ঢাকার খিলগাঁও মডেল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আবদুল্লাহ ভূঁইয়া। তাঁদের চারজনের বাড়ি জামালপুরে।
মেহেদী হাসান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহিউদ্দিন রনির ছয় দফা দাবির সঙ্গে সংহতি জানাচ্ছেন তারা। রেলওয়ের দুর্নীতি যে শুধু রনির সঙ্গে হয়েছে, এমনটি নয়। প্রতিদিন সারা দেশের বেশির ভাগ যাত্রী এ ধরনের হয়রানির শিকার হচ্ছেন। প্রতিটি স্টেশনে টিকিট ক্রয় অনেক জটিল এবং কালোবাজারির দৌরাত্ম্য রয়েছে।
# ১৯/০৭/২০২২, জামালপুর #