মোবাইল কোম্পানির নামে ফেইসবুকে ভুয়া পেইজ খুলে প্রতারণা, গ্রেপ্তার ১
ফেইসবুকে মোবাইল কোম্পানির নামে ভুয়া পেইজ খুলে কম দামে ফোন বিক্রির চটকদার বিজ্ঞাপন দিয়ে টাকা প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মো. মশিউর রহমান (১৯) নামে এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (২৪ জুলাই) ভোরে চট্টগ্রাম নগরীর উত্তর পতেঙ্গা এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তার আগে নোয়াখালীতে তার বাসায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করে র্যাব। গ্রেপ্তার মশিউর এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাড়িম নোয়াখালীর সুবর্ণচর উপজেলায়। রোববার (২৪ জুলাই) বেলা ১২ টায় র্যাব-৭ সিপিসি-৩ এ চান্দগাঁও ক্যাম্পে ব্রিফিংয়ে র্যাব-৭’র উপ অধিনায়ক মেজর মো. রেজওয়ানুর রহমান বলেন, মশিউর দেশের স্বনামধন্য ও খ্যাতনামা বিভিন্ন মোবাইল কোম্পানির নামে ১৩টির অধিক ভুয়া ফেইসবুক ও ওয়েবপেইজ খুলে কম দামে মোবাইল বিক্রির চটকদার বিজ্ঞাপন দিতেন। সাধারণ লোকজন প্রলোভনে পড়ে বিজ্ঞাপনে দেওয়া নম্বরে টাকা পাঠাতেন। টাকা পেয়ে মশিউর তার ব্যবহার করা মোবাইল ফোন ও পেইজটি বন্ধ করে রাখতেন এবং নতুন আরেকটি পেইজ খুলতেন। এভাবে করে সে বিভিন্ন জনের কাছ থেকে অন্তত ২৪ লাখ টাকা আত্মসাৎ করেছেন। র্যাব কর্মকর্তা রেজওয়ানুর জানান, মশিউর নোয়াখালীর একটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। কয়েক মাস আগে তিনি অনলাইনে ওয়েব পেইজ খোলা শেখেন। এরপর সেই জ্ঞান কাজে লাগিয়ে প্রতারণা শুরু করেন। নোয়াখালী জেলার সুধারাম থানাধীন মাস্টারপাড়ায় একটি বিল্ডিংয়ে অবস্থান করে দীর্ঘদিন অস্বাভাবিক মূল্য ছাড়ের প্রলোভন দেখিয়ে নগদ অ্যাপসের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। সেই সঙ্গে দেশের খ্যাতনামা মোবাইল ব্র্যান্ড কোম্পানিগুলোর সুনাম ক্ষুন্ন করেছে। র্যাব-৭’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রেতাদের অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি মোবাইল কোম্পানি ‘রিয়েলমি’ তাদের ফেইসবুক পেইজে সতর্কতামূলক একটি পোস্ট দেয়। পাশাপাশি র্যাবের কাছে তারা অভিযোগ করে, ফেইসবুক পেইজ ও ওয়েবসাইট ব্যবহার করে গ্রাহকদের সাথে কেউ প্রতারণা করছে। সেই অভিযোগ পাওয়ার পর র্যাব-৭ এ বিষয়ে মাঠে নামে। শুক্রবার (২৩ জুলাই) দিবাগত রাতে সুধারাম থানাধীন মাস্টারপাড়া পাটোয়ারী এলাকায় অভিযান চালিয়ে তার কক্ষ থেকে ২ টি আইপি টেলিফোন, ১ টি রাউটার, ১টি মনিটর, ১ টি সিপিউ, ১টি কীবোর্ড, ১টি মাউস, ১টি চেকবই, ১টি ইসলামী ব্যাংক ভিসা কার্ড, ১টি কার ব্যাগ, ২টি ভিজিটিং কার্ড ও নগদ ১৩ হাজার ১৯০ টাকা উদ্ধার করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৪ জুলাই) ভোরে নগরের উত্তর পতেঙ্গা এলাকা থেকে মশিউর রহমানকে আটক করা হয়। তার সঙ্গে থাকা ১টি অপ্পো এফ ১৭ প্রো অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে বিভিন্ন মোবাইল কোম্পানির নামে ভুয়া ফেসবুক পেইজ খুলে ভুয়া বিজ্ঞাপন দিয়ে নগদ অ্যাপের মাধ্যমে গ্রাহকদের অর্থ আত্মসাৎ করতো বলে স্বীকার করে। মশিউর রহমান গত ৪-৫ মাস আগে আয়ারল্যান্ডে বসবাসকারী একজন প্রবাসী বাংলাদেশি নাগরিকের কাছ থেকে অনলাইনের মাধ্যমে ফেসবুক মার্কেটিং এর নামে টাকা হাতিয়ে নেয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
# ২৪.০৭.২০২২ চট্টগ্রাম #