চট্টগ্রামের পটভূমিতে নির্মিত “একটি না বলা গল্প” চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী আগামীকাল
আগামীকাল ৫ আগস্ট শুক্রবার বিকেল সাড়ে চারটায়, চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রামের পটভূমিতে নির্মিত “একটি না বলা গল্প” চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে। মুক্তিযুদ্ধ ও ১৯৮৮ সালে চট্টগ্রাম গণহত্যার পটভূমিতে নির্মিত চলচ্চিত্রটি, কবি ও সাংবাদিক বিশ্বজিত চৌধুরী’র কাহিনী অবলম্বনে নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা পংকজ পালিত।
সবাইকে চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনীতে সাদর আমন্ত্রণ।
উল্লেখ্য চলচ্চিত্রটি চট্টগ্রামের বিভিন্ন স্থানে চিত্রায়িত হয়েছে এবং অভিনয় করেছেন চট্টগ্রামের এক ঝাঁক নাট্যকর্মী ছাড়াও, দেশের প্রখ্যাত অভিনেতা রওনক হাসান, প্রাণ রায়, রুনা খান, আরিফ হক, রাকিব হোসেন ইভন, মুন, বাপ্পা রায় সহ অনেকে।