চলমান সংবাদ

সালাম মুর্শেদি এবং রাজউকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

সাবেক তারকা ফটবলার, ব্যবসায়ী নেতা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শেদি এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ – রাজউক মিলে মিশে বড় ধরণের দুর্নীতি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ করেছেন ফেসবুকে অনলাইন এক্টিভিস্ট এবং জনপ্রিয় ব্যক্তি্ত্ব ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

তিনি জানান, গুলশান -২ এর ১০৪ নং সড়কের ২৯ বাড়ীটি একটি পরিত্যক্ত বাড়ি হওয়া সত্ত্বেও রাজউক কোন নিয়নিতির তোয়াক্কা না করে সালাম মুর্শেদি সাহেবকে দলিল করে হস্তান্তর করে দেন। এব্যাপারে গণপূর্ত বিভাগ থেকে রাজউকের কাছে ২০১৫ সাল থেকে বিভিন্ন সময়ে চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছে তারা কীভাবে এবং কোন আইনে উক্ত বাড়িটি সালাম মুর্শেদির নিকট দলিল করে হস্তান্তর করেছেন? গণপূর্ত বিভাগ সর্বশেষ চলতি বছরেরর ৪ জুলাই আরও একটি চিঠি রাজউককে দেন। কিন্তু চিঠি পাওয়ার পরও রাজউক গণপূর্ত বিভাগকে কোন প্রকার উত্তর দেয়ারও প্রয়োজন মনে করেন নি। রাজউকের এধরনের আচরণ চরম ধৃষ্টতা বলে মনে জনাব সুমন। তিনি একই সাথে প্রশ্ন করেন একজন সম্মানিত সংসদ সদস্য হয়েও জনাম মুর্শেদি সাহেবও কীভাবে এভাবে অবৈধভাবে একটি বাড়ি দখলে রেখেছেন। তিনি বিষয়টিকে রাজউক এবং সালাম মুর্শেদির মিলেমিশে দুর্নীতি হিসাবে আখ্যায়িত করেছেন এবং এব্যাপারে দুদককে তদন্ত করে সংশ্লিষ্ট সবার শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

# ০৭/০৮/২০২২, ঢাকা #