৬ টি ব্যাংকের ট্রেজারি চিফকে অপসারনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
বাংলাদেশ ব্যাংক ৬ টি ব্যাংকের ট্রেজারি চিফকে অপসারনের নির্দেশ দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডলার রেট যেখানে ৯৫ টাকা সেখানে ব্যাংকগুলি ১১০ টাকায় এলসি সেটেল করছে। বিদ্যমান পরিস্থিতিতে এক্সচেঞ্জ গেইনে শত শত কোটি টাকা মুনাফা করেছে বিভিন্ন ব্যাংক। একটাই কথা ডলার নেই। অথচ কিছু ব্যাংক প্রয়োজনের অতিরিক্ত ডলার সংরক্ষন করছে আর কিছু ব্যাংকের হাতে ডলার নেই। এই ইম্ব্যালান্স সৃষ্টির মাধ্যমে যেসব ব্যাংকের হাতে পর্যাপ্ত ডলার রয়েছে তাদের ট্রেজারি বিপুল অংকের মুনাফা করে নিয়েছে ডলার সংকট দেখিয়ে।
৮০ টা মানি এক্সেঞ্জারে অভিযান চালিয়ে ৫ টির লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। এদের অনেকের কাছে ১২ হাজার ডলারের বেশি রাখার অনুমতি না থাকলেও লোভের আশায় অতিরিক্ত ডলার মজুদ করেছে। দাম বাড়বে বলে প্যানিক সৃষ্টি করে হাতে থাকা ডলার বিক্রি না করে উল্টা কিনেছে তারা। সহজ কথায় ডিমান্ড সাপ্লাই এর নরমাল রুলস এখানে মানা হয়নি। এটা ফটকাবাজি বা মজুদদারি বলা চলে।
বাংলাদেশ এই পদক্ষেপের ফলে ডলার মার্কেটে যে অস্থিরতা দেখা দিয়েছে তা কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব বলে সংশ্লিষ্ট মহল মনে করেন।