বেগম রোকেয়ার নতুন ভিসি ডঃ হাসিবুর রশীদ -ট্রেজারার থাকাকালীন ৪৪৫ দিনের মধ্যে মাত্র ২৫ দিন ক্যাম্পাসে উপস্থিত ছিলেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান ট্রেজারার অধ্যাপক ডঃ হাসিবুর রশীদকে মহামান্য চ্যান্সেলর বিগত ৯ জুন ভিসি হিসাবে নিয়োগ দিয়েছেন। ডঃ রশীদ ভিসি হিসাবে নিয়োগ পাওয়ার সাথে সাথে অভিযোগ উঠেছে তিনি ট্রেজারার থাকাকালীন ৪৪৫ দিনের মধ্যে মাত্র ২৫ দিন ক্যাম্পাসে উপস্থিত ছিলেন। উল্লেখ্য সাবেক ভিসি অধ্যাপক কলিম উল্ল্যাহর বিরুদ্ধেও বেশীর ভাগ সময় ক্যাম্পাসে অনুস্থিত থাকার ব্যাপক অভিযোগ রয়েছে। ফলে নতুন ভিসি নিয়োগপ্রাপ্ত হলেও বিশ্ববিদ্যালয়ের গুনগত কোন পরিবর্তন হবে কিনা তা নিয়ে সন্দেহের অবকাশ তৈরি হয়েছে।