১৩ মাসে স্বহস্তে পুরো কোরআন শরীফ লিখলেন সীতাকুণ্ডের তাহসিন
চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন শীতলপুর এলাকার মোহাম্মদ রফিকুল আলমের ছেলে মোহাম্মদ তাহসিন আলম (২১)। টানা এক বছর এক মাসের প্রচেষ্টায় পবিত্র কোরআনের ৩০ পারাই হাতে লিখেছেন। তাহসিন বর্তমানে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় ফাজিল প্রথম বর্ষ ও চট্টগ্রাম সরকারি কলেজের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রথম বর্ষে পড়াশোনা করছেন।
জানা যায়, গত বছরের জুন মাসের ১৯ তারিখ থেকে কোরআন শরীফ লেখা শুরু করেন। শেষ করেন চলতি বছরের জুলাই মাসের ২৮ তারিখ। ৩০ পারা কোরআন হাতে লিখতে তাহসিনের এ–ফোর সাইজের কাগজ লেগেছে ৬০০টি। কলম লেগেছে ৫০টির মতো। এ কাজে তাহসিনের ব্যয় হয়েছে দৈনিক পাঁচ ঘণ্টা।
উল্লেখ্য, এর আগে স্বহস্তে পবিত্র কোরআন লিখেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৪–১৫ সেশনের ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী জারিন তাসনিম দিয়া। টানা দেড় বছরের প্রচেষ্টায় তিনি কোরআন শরীফের ৩০ পারাই হাতে লিখেছেন।