চলমান সংবাদ

হালিশহরে যুব ইউনিয়নের সমাবেশ

-যুবকদের বেকার রেখে অর্থনীতি সচল রাখা যাবে না – যুব ইউনিয়ন 


নতুন কর্মসংস্থান সৃষ্টি ও শূন্য পদে নিয়োগের মধ্য দিয়ে দেশের অর্থনীতি গতিশীল করার দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন, হালিশহর থানা শাখা।  আজ শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে নগরীর হালিশহরের এ ব্লক বাসস্ট্যান্ড মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হালিশহর থানা শাখা যুব ইউনিয়নের  আহবায়ক ইনতেখাব সুমনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক গোলাম সারোয়ারের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী, সহ সভাপতি রুপন কান্তি ধর, কোষাধ্যক্ষ অভিজিৎ বড়ুয়া, চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সহ সভাপতি অয়ন সেন গুপ্ত ও প্রাক্তন ছাত্রনেতা ড্যানি বিশ্বাস প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘দেশ ও জাতি এক কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। মানুষ খেতে পারছে না, বাজারের পণ্যের দাম কমছে না, শ্রমিক কাজ পাচ্ছে না এবং বেকার যুবকদের কর্মসংস্থান হচ্ছে না। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর আমরা যে মূলনীতি ও সংবিধান পেয়েছিলাম সেখানে লেখা ছিল দেশে কোনো বেকার যুবক থাকবে না।’
‘কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশে সাড়ে তিন কোটি বেকার যুবক রাস্তায় রাস্তায় ঘুরছে। এরকম তো হওয়ার কথা ছিল না। মুক্তিযুদ্ধের মূলনীতিতে তো দুর্নীতি হওয়ার কথা ছিল না। মৌলবাদের আস্ফালন হওয়ার কথা ছিল না। মাজার বা মন্দির ভাঙ্গার কথা ছিল না।’
বক্তারা আরও বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা সেটা থেকে উত্তরণ পাওয়ার জন্য কর্মসংস্থান সৃষ্টি করা খুব গুরুত্বপূর্ণ। বিপুল পরিমাণ জনগোষ্ঠীকে বেকার রেখে দেশের অর্থনীতি সচল রাখা যাবে না। তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করা অত্যন্ত জরুরি। কিন্তু আমরা দেখতে পাই বাংলাদেশে কোনো সরকারি চাকরি ঘুষ ছাড়া হয় না। চাকরির আবেদন করতে একটি মোটা অংকের টাকা ব্যাংক ড্রাফটের মাধ্যমে দিতে হয়। এ প্রথা বাতিল করতে হবে। বেকার ভাতা চালু করতে হবে। যুব ইউনিয়ন সারা বাংলাদেশে ঘুষ ছাড়া চাকরির দাবিতে আন্দোলন করে আসছে।’