বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে সিপিবির শোক
বীর মুক্তিযোদ্ধা,সাবেক ছাত্র ইউনিয়ন নেতা ও প্রবীণ রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অশোক সাহা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় তারা বলেন, আবদুল্লাহ আল নোমান ষাটের দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ছাত্র ইউনিয়নে যোগ দিয়েছিলেন। তিনি অবিভক্ত ছাত্র ইউনিয়নের, চট্টগ্রাম জেলার সভাপতি এবং পরে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করেছিলেন। ছাত্রজীবন শেষে আবদুল্লাহ আল নোমান যোগ দেন শ্রমিক আন্দোলনে।তিনি পূর্ববাংলা শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি ছিলেন ।ন্যাপের রাজনীতির সঙ্গেও জড়িত হয়েছিলেন।
৬৯’র গণঅভ্যুত্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ৭১’র মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। স্বৈরাচারী আন্দোলনেও তিনি রাজপথে সক্রিয় ছিলেন। তিনি একজন দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা, বিজ্ঞ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন।মুক্তিযুদ্ধে তার সাহসী ভূমিকা অবিস্মরণীয়। তাঁর মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি।
শোক বার্তায় সিপিবি নেতারা আবদুল্লাহ আল নোমানের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।