গণতান্ত্রিক ছাত্র সংসদের যাত্রা: ফ্যাসিবাদ বিরোধীতা নাকি পুরনো পথের পুনরাবৃত্তি? -ড. সাঈদ ইফতেখার আহমেদ
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের’ যাত্রার শুরুটা গণতান্ত্রিক হল না। ফ্যাসিবাদ বিরোধীতা এবং বৈষম্যমুক্ত দেশ গড়ার অঙ্গীকার থাকলেও সেই পুরানো ফ্যাসিবাদী কায়দায় গায়ের জোরে আহবায়ক কমিটি গঠন করা হল।সংগঠনের গঠন প্রক্রিয়াতেই চরম বৈষম্য করা হল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মাদ্রাসার ছাত্র, এবং সার্বিকভাবে ছাত্রীদের প্রতি—জুলাই জাগরণে যাদের ভূমিকা ছিল সর্বাধিক। তারপরেও স্বাগতম।
এখন দেখার বিষয় এরাও সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্বের ধারার দিকে ধাবিত হয়, নাকি ক্যাম্পাসে গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখে।
( লেখাটি ড. সাঈদ ইফতেখার আহমেদ এর ফেসবুক পোষ্ট থেকে সংগৃহীত)