ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট চট্টগ্রাম শাখার পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত -এমবিবিএস/বিডিএস ডিগ্রী প্রাপ্ত না হয়েই ডাঃ পদবী ব্যবহার করে চিকিৎসা পত্র প্রদান করার অরাজকতা, অবিলম্বে বন্ধ করার দাবী।
গত ২৮ফেব্রুয়ারী বিকাল ৪ টায় নগরীর ওয়েল পার্ক রেস্টুরেন্টে ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট চট্টগ্রাম শাখারপঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে চট্টগ্রাম শাখার সভাপতি ডাঃ চন্দন দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ আরিফ বাচ্চুর পরিচালনায়, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর্স ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ সারোয়ার ইবনে সালাম রোমেল, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, অধ্যাপক ডাঃ আনোয়ারুল আনাম কিবরিয়া, ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক , অধ্যাপক ডাঃ রোখসানা দিল আফরোজ কুহু। অনুষ্ঠান শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন চট্টগ্রাম শাখার অর্থ সপাদক অধ্যাপক ডাঃ নন্দন কুমার মজুমদার।
বক্তাগণ বলেন, ৫ই আগস্ট ২০২৪ এর ছাত্র-শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এ দেশের রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন, স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন জন- আকাঙ্ক্ষায় রূপ নিয়েছে । একটি চিহ্নিত চিকিৎসক গোষ্ঠি দ্বারা জোরজবরর্দস্তিমূলক স্বাস্থ্য প্রশাসন, চিকিৎসা শিক্ষা, এমনকি জেলা পর্যায়ের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান সমূহে অতীতের ন্যায় নিয়োগ বাতিল, বদলি ও পদায়নের নামে চর দখলের কাজ চলছে। চিকিৎসক সমাজ এক ফ্যাসিবাদী অপশক্তির পরিবর্তে নব্য ফ্যাসিবাদী অপশক্তির কবলে পড়তে চায়না। বক্তাগণ আরো বলেন স্বাস্থ্য সেবা নিয়ে জনতুষ্টি নেই, আছে ধনী ও দরিদ্র ব্যক্তিদের চিকিৎসা সেবায় বৈষম্য। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, হাসপাতাল ও রোগীর নিরাপত্তার জন্য স্বাস্থ্য পুলিশ গঠন করা ও চিকিৎসক ও হাসপাতাল সুরক্ষা আইন প্রণয়ন করা জরূরী হয়ে পরেছে। সম্মেলনে এমবিবিএস/বিডিএস ডিগ্রী প্রাপ্ত না হয়েই ডাঃ পদবী ব্যবহার করে চিকিৎসাপত্র প্রদান করার অরাজকতা, অবিলম্বে বন্ধ করার দাবী উত্থাপন করা হয়।
সম্মেলনে “Cataract and Its Modern Management: What Every Doctor Should Know” বিষয়ের উপর বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ প্রকাশ কুমার চৌধুরী। বিশেষজ্ঞ প্যানেল ছিলেন, ডাঃ সরোজ কান্তি নন্দী, ডাঃ নিবাস শর্মা, ডাঃ দুলাল দাশ। প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন প্রশ্ন করেন অধ্যাপক ডাঃ এস সি ধর, ডাঃ সুভাস চন্দ্র, ডাঃ দিলীপ দে, ডাঃ মোঃ সাইফুল ইসলাম বিদ্যুৎ, ডাঃ শেখ মোঃ মুরাদ, ডাঃ অনিন্দিতা চৌধুরী, প্রমূখ।
সম্মেলনে ডাঃ চন্দন দাশকে সভাপতি ও ডাঃ আরিফ বাচ্চু কে সাধারণ সম্পাদক করে এগারো সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।