যে গান রচিত হবে
– ওমর কায়সার
ছোট ছোট মেঘ এসে ভিজিয়ে দিয়েছে
কুমারী দ্বীপের ঘাস
বাছুরের ক্ষুরধ্বনি স্পষ্ট হওয়ার আগে
প্রার্থনায় মগ্ন গাছেদের ফাঁক গলে
নেমে গেছে বকুলগোধূলি।
কিছুটা পরাগ ছড়ানোর বাকি ছিল বলে
ত্রস্ত প্রজাপতি
আলো ভিক্ষা চেয়েছিল জোনাকির কাছে।
পান সুপারির বনে ধীরে ধীরে
তখন গড়িয়ে পড়ে অন্ধকার।
এইসব দৃশ্যমান ছবি
একজোড়া নীল চোখে বন্দী হয় তারার মেজাজে।
ওখানে আমার স্পর্শ কখনো লাগেনি
তবু তার ভ্রমণ কাহিনী গান হয়ে ভাসে
ঝোপে ঢাকা গরুলুটা খালের ওপারে।
সে গান রচিত হবে রাত্রিভর
তার সুর কীভাবে যে ভুলি।
ওমর কায়সারঃ কবি ও প্রাবন্ধিক