স্বাস্থ্যবিধি না মানার প্রবনতায় চট্টগ্রামে করোনা শনাক্তের বাড়ছে
চট্টগ্রামে গত কয়েক সপ্তাহে করোনা শনাক্তের হার কিছুটা কমে আসলেও হঠাৎ করে আবার তা বেড়ে গেছে। গত তিনদিনের ব্যবধানে শনাক্তের হার ৩ শতাংশের বেশি বেড়েছে। মঙ্গলবারের প্রতিবেদনে চট্টগ্রামে শনাক্তের হার ৭ দশমিক ১৬ শতাংশ। অথচ এর আগের দিনের প্রতিবেদনে করোনা শনাক্তের হার ছিল ৪ দশমিক ৪৭ শতাংশ। কিছুদিন স্বস্তির পর শনাক্তের হার বাড়ায় নতুন চোখ রাঙাতে শুরু করেছে করোনা ভাইরাস। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, লকডাউন তুলে দেয়ার সাথে সাথে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসীনতার কারণেই করোনার সংক্রমণ বাড়ছে। চট্টগ্রাম নগরীর বিভিন্ন উন্মুক্ত স্থানে এবং বিভিন্ন বিনোদনকেন্দ্রসহ নানা পর্যটনস্পটে মানুষের ভিড় বেড়েছে। স্বাস্থ্যবিধি মানতে অনেকের অনীহা দেখা যাচ্ছে। চিকিৎসকরা বলছেন, টিকা নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ভিড় করা যাবে না। লকাডাউন তুলে দিলেও স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনকে নজরদারি চালিয়ে যেতে হবে। না হলে আবারও বাড়বে সংক্রমণ। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১২টি ল্যাবে এক হাজার ৩৫৪টি নমুনা পরীক্ষায় ৯৭ জনের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্তদের মধ্যে ৫৯ জন নগরের আর ৩৮ জন উপজেলার বাসিন্দা। এই সময়ে নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুই করোনা রোগী। যাদের একজন উপজেলার ও একজন নগরের। সোমবারের প্রতিবেদনে বলা হয়, এর আগের ২৪ ঘণ্টায় এক হাজার ৪৩০ জনের নমুনা পরীক্ষা করে ৬৪ জনের মধ্যে সংক্রমণ পাওয়া যায়। এর মধ্যে নগরীর ৩৮ জন ও ২৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৪ দশমিক ৪৭ শতাংশ। এর আগের দিনের প্রতিবেদনে জানানো হয়, ১ হাজার ১১৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৩ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৫ শতাংশ। এদিন জেলায় করোনায় তিন জনের মৃত্যু হয়। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ২৭৬ জন। এর মধ্যে ৭০৪ জন চট্টগ্রাম নগরীর, বাকি ৫৭২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। অন্যদিকে এই পর্যন্ত চট্টগ্রামে করোনা রোগী শনাক্ত হয়েছেন এক লাখ ৯৬২ জন। এর মধ্যে ৭৩ হাজার ১৮২ জন চট্টগ্রাম নগরীর। বাকি ২৭ হাজার ৭৮০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
# ১৪.০৯.২০২১ চট্টগ্রাম #