চলমান সংবাদ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় নেতৃবৃন্দ সংগঠনের কাজে যারা অবহেলা করেন, তাদের সরে দাঁড়ানোর আহবান শৃঙ্খলা বিরোধীদের ছাড় নয়, আদর্শ বিরোধী অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকার আহবান

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন ইউনিট, ওয়ার্ড ও থানা, সম্মেলনের কার্যক্রম আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে। রবিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী নগরীর থিয়েটার ইনস্টিটিউটে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সম্মেলনের মাধ্যমে গঠিত কমিটিতে যাতে দলীয় শৃঙ্খলা, নিয়ম নীতি এবং আদর্শ বিরোধী বা অনুপ্রবেশকারী কেউ যাতে দলে ঢুকতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে অনুরোধ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, শৃঙ্খলা বিরোধী কর্মকান্ড করলে কাউকে কোনভাবেই ছাড় দেয়া হবে না। যারা দায়িত্বে থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে সংগঠনের কাজ নিয়ে অবহেলা করেন, তারা দয়া করে পদ থেকে সরে দাঁড়ান। সকল বিরোধ-বিভেদ মিটিয়ে, ভুলভ্রান্তি শুধরে দলকে শক্তিশালী করার আহবান জানান নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, দলীয় শৃঙ্খলা এবং সংহতি আমাদের সকলের অস্তিত্বকে বাঁচাবে। তাই বিরোধ-বিভেদ আমাদেরকে শুধরে ফেলে সামনের দিকে এগুতে হবে। তিনি আরো বলেন, আমাদের সামনে কঠিন সময়ের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। তাই দলের মধ্যে ছোটখাটো ভুলভ্রান্তিকে নিয়ে বড় কিছু ভাবার অবকাশ নেই। সংগঠনের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, দলীয় সিদ্ধান্ত অবশ্যই সকলকে মেনে নিতে হবে। বিশৃঙ্খলা বা বিভেদ কখনো গ্রহনীয় হবে না। যারা দলে থেকে শৃঙ্খলা বিরোধী কর্মকান্ড করবেন তাদেরকে কোনভাবেই ছাড় দেয়া হবে না। যারা দায়িত্বে থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে সংগঠনের কাজ নিয়ে অবহেলা করে তারা দয়া করে পদ থেকে সরে দাঁড়ান। ওয়ার্ড নেতৃবৃন্দদের কার্যকলাপের উপর নির্ভর করে ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দদের নাম প্রকাশ করা হবে। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি বলেন- চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী। সামনে জাতীয় নির্বাচন আসছে। এক্ষেত্রে তৃণমূলকে আরো শক্তিশালী হতে হবে। বিশেষ করে মহানগর আওয়ামী লীগ নব উদ্যমে নতুন সদস্য ফরমের মাধ্যমে যে কর্মসূচি গ্রহণ করেছে তা তৃলমূলে পরিচ্ছন্ন এবং ত্যাগী কর্মীরা সদস্যে অন্তর্ভুক্ত হতে পারবে। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে হবে। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি মেয়র এম. রেজাউল করিম চৌধুরী বলেন, আমরা দলীয় পদ পদবী নিয়ে যারা আছি, তাদেরকে স্বীয় দায়িত্ব পালনে আরো সচেষ্ট হতে হবে এবং অনুপ্রবেশকারীদের দলে যেন ঢুকতে না পারে সে ব্যাপারে আমাদের কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় নগরীর ৪১টি ওয়ার্ডের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বর্ধিত সভায় ৪৩টি সাংগঠনিক এবং ১৫টি থানার সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কগণ উপস্থিত ছিলেন।
# ১৯.০৯.২০২১ চট্টগ্রাম #