চলমান সংবাদ

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান শুরু

চট্টগ্রামে প্রথম ধাপে এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকাদানের মধ্য দিয়ে শুরু হয়েছে শিক্ষার্থীদের করোনা টিকাদান কার্যক্রম। প্রায় ৩৫ হাজার এইচএসসি পরীক্ষার্থীকে প্রথমেই আনা হচ্ছে এ টিকার আওতায়। মঙ্গলবার (১৬ নভেম্বর) প্রথম দিন চট্টগ্রাম কলেজ, সরকারি মহিলা কলেজ ও বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের (বাওয়া) শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়। প্রথম ধাপে এইচএসসি পরীক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলে বিকেল ৩টা পর্যন্ত। করোনা টিকা নেওয়ার পর উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সিভিল সার্জন কার্যালয় ব্যবস্থাপনায় টিকাদান কার্যক্রম চলে। নগরীর চট্টেশ্বরী রোডের চট্টগ্রাম গ্রামার স্কুল, ইস্পাহানি মোড়ের স্যার মরিস ব্রাউন ইন্টার ন্যাশনাল স্কুল এবং একে খান মোড়ের মির্জা আহমেদ ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের ৮টি বুথে দেওয়া হয় এ টিকা। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক অধ্যাপক হোসাইন আহমেদ আরিফ ইলাহী সাংবাদিকদের বলেন, আগামী ২ ডিসেম্বর থেকে অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষাদের প্রথম ধাপে টিকা আওতায় আনা হচ্ছে। প্রথম দিন তিনটি কেন্দ্রে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়। ধীরে ধীরে কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও টিকার পরিমাণ বাড়ানো হবে। জেলা শিক্ষা অফিসার জিয়াউল হায়দার হেনরি বলেন, প্রথম দিন আমরা ২ হাজার এইচএসসি পরীক্ষার্থীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। প্রথম ধাপে ১২ থেকে ১৭ বছর বয়সী সাড়ে ৩ লাখ স্কুল শিক্ষার্থী টিকা পাবে। পরবর্তীতে ধাপে ধাপে ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকা দিবো। এছাড়া আরও ৫০ হাজারের মতো মাদ্রাসা শিক্ষার্থী পেতে যাচ্ছে এ টিকা। এর আগে গত ১ নভেম্বর নগরীর ছয়টি স্কুলের টিকা কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। তবে সেখান থেকে নগরের সদরঘাট এলাকার চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও বাংলাদেশ এলিমেন্টারি স্কুলের দামপাড়া ও মেহেদীবাগ ক্যাম্পাস বাদ পড়ে। ভ্যাকসিন রাখার জন্য তাপমাত্রা আর জেনারেটর, এসি সংকট জনিত সমস্যার কারণে এ তিনটি বাদ পদে বলে জানা যায়।
# ১৬.১১.২০২১ চট্টগ্রাম #