ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করছে নির্মাণ শ্রমিক

চট্টগ্রামের বায়েজিদ এলাকায় সুপার সিন্থেটিক কারখানায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে নির্মান শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছে। ছবি পাঠিয়েছেন ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ – ইনসাব বায়েজিদ থানা কমিটির সাংগঠনিক সম্পাদক জাকির সরকার। ছবিতে দুইজন নির্মাণ শ্রমিককে ভূমি থেকে প্রায় ৮০ ফুট উচ্চতায় কাজ করতে দেখা যাচ্ছে।
কোটি কোটি টাকার কারখানা অবকাঠামো নির্মানের কাজ চলছে। কিন্তু যাদের মাধ্যমে এ অবকাঠামো তৈরির কাজ চলছে সে সকল নির্মান শ্রমিকদের নিরাপত্তার জন্য কোন ব্যবস্থা নেয়া হয়নি। যেন সৃষ্টির সেরা জীব মানব জীবনের কোন মূল্যই নাই। উল্লেখ্য এভাবে ঝুকিপূর্ণ পরিবেশে কাজ করার কারনে প্রতি বছর সারা দেশে শত শত নির্মাণ শ্রমিক প্রাণ হারায়। শ্রম আইন ও বিধিমালা অনুসারে ঝকিপূর্ণ পরিবেশে কাজ করলে নির্মাণ শ্রমিকদের জন্য সেফটি বেল্ট, সাপোর্টিং পাইপ এবং সেফটি নেট এর ব্যবস্থা করা বাধ্যতামূলক।
# ১ ডিসেম্বর ২০২১, চট্টগ্রাম #